About Us

Introducing BD Tax Master: Your Pioneering Tax Calculation and Return Solution.

Meet BD Tax Master, the cutting-edge platform for tax calculation and return preparation. Spearheaded by our esteemed chief consultant, Mr. Md. Shakhawat Hossain FCA, we have been dedicated to revolutionizing the world of tax return preparation for an extended period. Our journey began with an Excel application-based income tax calculator and automated return form, generously shared with the public since 2013.

Driven by the overwhelming demand from both self-users and practitioners, we have embarked on a transformative venture - a web-based income tax calculator and automated return preparation form. With BD Tax Master, you can effortlessly perform a wide range of personal income tax calculations in an efficient and user-friendly manner.

Read More

Packages (Personal)


Self Move (Single Page)

নিজে তৈরি করুন, নিজে জমা দিন

(এক পাতার রিটার্ন)

BDT 400 200

  • যাহার করযোগ্য আয় অনুর্ধ ৫ লক্ষ টাকা এবং সম্পত্তির পরিমান সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা তাদের জন্য এই প্যাকেজটি প্রযোজ্য
  • এই প্যাকেজে আপনি নিজের রিটার্ন নিজে প্রস্তুত করবেন এবং জমা দিবেন। উল্ল্যেক্ষ্য যে, প্যাকেজটি শুধুমাত্র এই আয়বর্ষের জন্য প্রযোজ্য এবং সর্বোচ্চ তিনবার ৩ বার ডাউনলোড করতে পারবেন।
Self Move(Details Page)

নিজে তৈরি করুন নিজে জমা দিন

(সার্বজনীন রিটার্ন)

BDT 1200 600

  • সকল গনকর্মচারী
  • দেশে ও বিদেশে যাহার মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার অধিক;
  • যাহার মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার নিম্নে কিন্তু আয়বর্ষের কোন সময়ে তিনি মোটরযানের মালিক ছিলেন অথবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা এপার্টমেন্টে বিনিয়োগ করিয়াছেন অথবা বিদেশে কোন পরিসম্পদের মালিক হইয়াছেন অথবা কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হইয়াছেন;
  • এই প্যাকেজে আপনি নিজের রিটার্ন নিজে প্রস্তুত করবেন এবং জমা দিবেন। উল্ল্যেক্ষ্য যে, প্যাকেজটি শুধুমাত্র এই আয়বর্ষের জন্য প্রযোজ্য এবং সর্বোচ্চ তিনবার ৩ বার ডাউনলোড করতে পারবেন।
Assisted Move

নিজে তৈরি করুন আমরা জমা দিবো।

(যেকোন রিটার্ন)

BDT 4000 2000

  • এই সেবা শুধুমাত্র ঢাকা এবং চট্রগ্রাম এর জন্য প্রযোজ্য।
  • এই প্যাকেজে আপনি নিজের রিটার্ন নিজে প্রস্তুত করবেন এবং বিডি ট্যাক্স মাস্টার আপনার রিটার্ন জমা দিয়ে আপনাকে একনোলেজমেন্ট স্লিপ কোরিয়ার এবং ইমেইলের মাধ্যমে প্রদান করবে।
  • এই সেবাটি শুধুমাত্র আয়কর রিটার্ন জমা দিয়ে একনোলেজমেন্ট স্লিপ প্রদান করা পর্যন্ত সীমাবদ্ধ।
Master Move

আমরাই তৈরি করে জমা দিবো।

(শুধু মাত্র বেতন ও সুদ আয়)

BDT 5000 2500

  • এই সেবা শুধুমাত্র ঢাকা এবং চট্রগ্রাম এর জন্য প্রযোজ্য।
  • এই প্যাকেজে বিডি ট্যাক্স মাস্টার আপনার রিটার্ন প্রস্তুত করে জমা দিয়ে আপনাকে একনোলেজমেন্ট স্লিপ কোরিয়ার এবং ইমেইলের মাধ্যমে প্রদান করবে।
  • এক্ষেত্রে আপনি আগে টাকা পরিশোধ করলে পরে একটি পেইজ ওপেন হবে যেখানে আপনি আপনার আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত আপলোড করবেন।
  • এই প্যাকেজটি শুধুমাত্র বেতন এবং অর্থিক পরিসম্পদের আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার অন্য কোন আয় থাকলে আমাদের সাথে ইমেইল, চ্যাটবক্স এবং ফোন কলে যোগাযোগ করুন।
  • আপনি যদি বেতন এবং আর্থিক পরিসম্পত্তির আয় ব্যাতিত অন্য কোন আয় থাকা স্বত্তেও আমাদের এই প্যাকেজ টি নির্বাচন করে প্যামেন্ট করে থাকেন তাহলে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার অতিরিক্ত অর্থের পরিমান জানাবে এবং একটি পেমেন্ট লিংক পাঠাবে। আপনি যদি অতিরিক্ত পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে সেবা নিতে অসম্মত হন তাহলে আপনার প্রদানকৃত অর্থ ১০ থেকে ১৫ কর্মদিবসের মধ্যে ফেরত প্রদান করা হবে। এক্ষেত্রে ১০% রিফান্ড চার্য কেটে রাখা হবে।
  • এই সেবাটি শুধুমাত্র আয়কর রিটার্ন জমা দিয়ে একনোলেজমেন্ট স্লিপ প্রদান করা পর্যন্ত সীমাবদ্ধ।

Profile of Consultant

  • Md. Shakhawat Hossain FCA, ITP, DAIBB
  • Qualified Chartered Accountant since 2018
  • NBR listed Income Tax Practitioner (ITP) since 2012
  • Diplomaed Associate of Institute of Bankers Bangladesh (DAIBB) since 2019
  • Faculty Member of Institute of Chartered Accountants Bangladesh (ICAB) Since 2020
  • Member: Taxation and Corporate Law Committee of ICAB since 2019
  • Member: Dhaka Taxes Bar Association since 2012
  •     Consultant: bdtaxmaster.com
  •     Email: shakhawat@bdtaxmaster.com, bdtaxmaster@gmail.com
  •     Web: www.bdtaxmaster.com

বিডি ট্যাক্স মাস্টার ওয়েবসাইট টি কেন ব্যবহার করবেনঃ


Prepare tax return, review return with our expert tax consultant, download & submit return.

বর্তমান আইন অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে নির্ভুল হিসাব এবং রিটার্ন প্রস্তুত করনঃ

সকল প্রকার আয় নিয়ে নির্ভুল করের হিসাব করে যেন বর্তমান আইন অনুযায়ী তার আয়কর রিটার্ন স্বয়ংক্রিয় ভাবে তৈরি হয়ে যায় এবং আয়কর রিটার্ন টি আইন অনুযায়ী নির্দিষ্ট ফরমেটে ডাউনলোড করা যায় সে ব্যবস্থা বিডি ট্যাক্স মাস্টার এ রয়েছে।

আই বাটনঃ

এই ওয়েব সাইট টি তৈরি করার সময় আমাদের কনসালটেন্ট এর ১২/১৩ বছরের অভিজ্ঞতা থেকে ব্যক্তি কর দাতাদের বিভিন্ন প্রয়োজন গুলো মাথায় নিয়ে অধিকাংশ ইনপুট বাটনের পাশে একটি আই চিহ্ন রাখা হয়েছে, যাতে আয়কর আইনের কোন ধারার আদলে একজন করদাতা ইনপুট দিবে তার একটা স্পষ্ট ধারনা পাওয়া যায়।

ফ্রি ট্রায়াল এর সুবিধাঃ

ইচ্ছে করলে যে কেউ এই ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করে ফ্রি ইনপুট দিয়ে তার আয় করের হিসাব পৃথিবীর যেকোন প্রান্ত থেকে দেখতে পারবেন, পরবর্তীতে সংরক্ষন করতে পারবেন।

শিক্ষানবিশ দের জন্য আয়কর রিটার্ন প্রস্তুতের ধারনাঃ

এই ওয়েব সাইটে ইচ্ছে করলে যারা আয়কর এর ধারনা পেতে আগ্রহি তারা রেজিষ্ট্রশন করে আই বাটন এর তথ্য গুলো পড়লেই আয় কর হিসাবের ধারনা পাবেন। ওয়েবসাইটের ধারনার জন্য একটি ইউজার ম্যানুয়াল রয়েছে।

আয়কর উপদেষ্টা গনের কর্মঘন্টা কমানোর উপায়ঃ

বিডি ট্যাক্স মাস্টার ডট কমে আয়কর উপদেষ্টা গনের অনেকগুলো ক্লায়েন্ট এর জন্য কম খরচে একসাথে ইউজার আইডি কিনে খুব কম সময়ে সকলের আয়কর হিসাব করতে পারবেন এবং রিটার্ন প্রস্তুত করতে পারবেন। পরবর্তী বছর এর জন্য সম্মানিত আয়কর উপদেষ্টা গন তার ক্লায়েন্ট দের তথ্য সংরক্ষন করতে পারবেন।

কম খরচে এক পাতার রিটার্ন প্রস্তুত করনঃ

এই ওয়েব সাইটে খুব কম খরচেই এক পাতার রিটার্ন প্রস্তুত করার সুযোগ আছে। আয়কর আইন অনুযায়ী কিছু বিশেষ ক্ষেত্র ব্যতিত যেসকল ব্যক্তির আয় ৫ লাখ টাকার নিচে আর সম্পদ ৪০ লাখ টাকার নিচে তাদের জন্য এক পাতার রিটার্ন প্রযোজ্য।

Latest Articles

The latest articles from our blog, you can browse more